-
- EXPLORER
-
-
-
-
Mises à jour récentes
- 0 Commentaires 0 Parts 1 AperçuConnectez-vous pour aimer, partager et commenter!
- জাভি বললেন, তাঁর বিকল্প পাওয়া বার্সার জন্য সহজ হবে না
ভিতর রকিকে নিয়ে কী করবেন, জোয়াও কানসেলো আর জোয়াও ফেলিক্সের ধারের চুক্তিটা পাকা করে ফেলবেন কি না, খিচা কাভারাস্কেইয়ার পেছনে ছুটবেন, নাকি অন্য কাউকে দলে ভেড়ানোর চেষ্টা করবেন—জাভি হার্নান্দেজ এসব ছক কষতে শুরু করে দিয়েছিলেন। আরেকটা মৌসুম যে বার্সেলোনায় তাঁর থেকে যাওয়ার কথা ছিল।
কিন্তু ক্যাম্প ন্যুয়ের পরিস্থিতি হঠাৎই পাল্টে গেল। ক্লাবের আর্থিক টানাপোড়েন নিয়ে কথা বলায় জাভির ওপর চটে যায় বার্সার বোর্ড। শেষ পর্যন্ত তাঁকে হতে হয় বরখাস্ত। বার্সেলোনার ডাগআউটে কাল শেষবারের মতো দাঁড়িয়েছেন জাভি। সেই ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নিজের বরখাস্ত হওয়া আর বার্সার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন দলটির সাবেক প্লেমেকার।
কোনো মান বা অভিমান নয়, বার্সেলোনার সামনে যে কঠিন বাস্তবতা, সে বিষয় নিয়েই কথা বলেছেন জাভি। তাঁর কাছে মনে হয়েছে, আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে থাকা বার্সেলোনার জন্য তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিনই হবে।
জাভি এরপর যোগ করেন, ‘আমরা যখন এখানে আসি, বার্সেলোনা পয়েন্ট তালিকার নবম স্থানে ছিল। আমরা সেবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছি...(এরপর) আমরা ডাবল জিতেছি এবং এ বছর আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’জাভি বললেন, তাঁর বিকল্প পাওয়া বার্সার জন্য সহজ হবে না ভিতর রকিকে নিয়ে কী করবেন, জোয়াও কানসেলো আর জোয়াও ফেলিক্সের ধারের চুক্তিটা পাকা করে ফেলবেন কি না, খিচা কাভারাস্কেইয়ার পেছনে ছুটবেন, নাকি অন্য কাউকে দলে ভেড়ানোর চেষ্টা করবেন—জাভি হার্নান্দেজ এসব ছক কষতে শুরু করে দিয়েছিলেন। আরেকটা মৌসুম যে বার্সেলোনায় তাঁর থেকে যাওয়ার কথা ছিল। কিন্তু ক্যাম্প ন্যুয়ের পরিস্থিতি হঠাৎই পাল্টে গেল। ক্লাবের আর্থিক টানাপোড়েন নিয়ে কথা বলায় জাভির ওপর চটে যায় বার্সার বোর্ড। শেষ পর্যন্ত তাঁকে হতে হয় বরখাস্ত। বার্সেলোনার ডাগআউটে কাল শেষবারের মতো দাঁড়িয়েছেন জাভি। সেই ম্যাচে সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর নিজের বরখাস্ত হওয়া আর বার্সার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন দলটির সাবেক প্লেমেকার। কোনো মান বা অভিমান নয়, বার্সেলোনার সামনে যে কঠিন বাস্তবতা, সে বিষয় নিয়েই কথা বলেছেন জাভি। তাঁর কাছে মনে হয়েছে, আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যেতে থাকা বার্সেলোনার জন্য তাঁর বিকল্প খুঁজে পাওয়া কঠিনই হবে। জাভি এরপর যোগ করেন, ‘আমরা যখন এখানে আসি, বার্সেলোনা পয়েন্ট তালিকার নবম স্থানে ছিল। আমরা সেবার দ্বিতীয় স্থানে থেকে লিগ শেষ করেছি...(এরপর) আমরা ডাবল জিতেছি এবং এ বছর আমরা নিজেদের মান অনুযায়ী খেলতে পারিনি।’0 Commentaires 0 Parts 0 Aperçu - 0 Commentaires 0 Parts 62 0 Aperçu
-
- Radwan Ahmed est À l’écoute de https://www.youtube.com/watch?v=c4X7tjKZPlE&list=RDc4X7tjKZPlE&start_radio=10 Commentaires 0 Parts 0 Aperçu
-
- 0 Commentaires 0 Parts 0 Aperçu
Plus de lecture